fbpx

তিন জেলায় নয়জনের করোনা শনাক্ত

চট্টগ্রামের দুটি ল্যাবে আরও নয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার প্রত্যেকটিতে তিনজন করে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে শনাক্তদের মধ্যে চন্দনাইশ, সন্দ্বীপ ও রাঙ্গুনিয়া উপজেলায় একজন করে করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে ৩ জন চট্টগ্রাম জেলার এবং ৩ জন নোয়াখালী জেলার বাসিন্দা।

তিনি জানান, এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৯০টি নমুনা পরীক্ষা করে লক্ষ্মীপুর জেলার আরও ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জানা যায়, চট্টগ্রামে গতকাল শনিবারের তিনজনসহ এ পর্যন্ত মহানগর ও জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৬ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *