fbpx

গাবতলী বেড়িবাঁধে ডিএনসিসি’র পাঁচ একর জায়গা উদ্ধার

রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে পাঁচ একর জায়গা দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অভিযান চালানো হয়েছে গুলশানের বিভিন্ন এলাকায়ও।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার। অভিযানে শতাধিক অস্থায়ী দোকান ও ইট-বালি বিক্রয়কেন্দ্র উচ্ছেদ করা হয়।

অন্যদিকে, গুলশান-২ এর অভিযানে সদ্য চালু হওয়া গণশৌচাগারের পাশে অবৈধভাবে স্থাপিত একটি খাবার দোকান ও প্রায় ২০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *