fbpx

4G কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) দেশে ফোরজি সেবা চালু করতে আগামী ১৩ ফেব্রুয়ারি নিলাম ও ১৪ ফেব্রুয়ারি লাইসেন্স ইস্যুর পরিকল্পনা ঘোষণা করলেও তাতে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার এক আদেশে নিলামসহ ফোরজি লাইসেন্স প্রদান সংক্রান্ত সব ধরনের উদ্যোগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

ওয়াইম্যাক্স অপারেটর বাংলালায়নের এক আবেদনের প্রেক্ষিতে এমন আদেশ দিয়েছেন আদালত।

অপারেটরটির আইনজীবী ড. কামাল হোসেনের সহকারী ব্যারিস্টার শাওন জানান, বাংলালায়ন আদালতে এ বিষয়ে রিট দায়ের করে। তাদের দাবি, ওয়াইম্যাক্স এক ধরনের ব্রড ব্যান্ড সেবা। তাদের লাইসেন্স দেওয়ার সময় বিটিআরসি জানিয়েছিল দেশে আর কোনো ব্রড ব্যান্ড লাইসেন্স দেওয়া হবে না। আর ফোরজিও ব্রড ব্যান্ড সেবা। তাই বিটিআরসি তার নিজের নিয়মই ভাঙছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *