fbpx

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলা ১১টায় বিএনপির বৈঠক

২৯ মার্চ সোহরাওয়ার্দীতে বিএনপির জনসভা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলা ১১টায় বিএনপির বৈঠক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২৯ মার্চ জনসভা করতে চায় বিএনপি। এ জন্য অনুমতির বিষয়ে আলাপ করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবে দলটি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সচিবালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার সকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ মার্চের জনসভার আয়োজন করেছে দলটি।

একই দাবিতে গত ২২ ফেব্রুয়ারি এবং ১২ ও ১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি ঘোষণা করেছিল দলটি। তবে তিনবারই বিএনপিকে অনুমতি দেয়নি পুলিশ।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

রায়ের দিন বিকাল থেকে সাবেক এ প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *