fbpx

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে

পর্তুগাল নেদারল্যান্ডসের বিপক্ষে ০-৩ গোলে হেরেছে

পর্তুগাল নেদারল্যান্ডসের বিপক্ষে ০-৩ গোলে হেরেছে

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ০-৩ গোলে হেরেছে। এই নেদারল্যান্ডস এবার বিশ্বকাপে উঠতে পারেনি।

প্রথমার্ধের ৩২ মিনিটের ভেতর ম্যানইউর সাবেক উইঙ্গার মেমফিস ডিপাই এবং লিভারপুলের সাবেক ফরওয়ার্ড রিয়ান ব্যাবেল ডাচদের ২-০ গোলে এগিয়ে দেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে ডিফেন্ডার ভার্জিল ফন ডিক হাফভলি শটে তৃতীয় গোলটি করেন।

৬১তম মিনিটে ডিফেন্ডার কানসেলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় পর্তুগালের।

রোনালদো আগের ম্যাচে মিশরের বিপক্ষে দলকে প্রায় একাই জিতিয়ে আনেন। এই ম্যাচে তাকে গোল পেতে দেয়নি প্রতিপক্ষ। যার কারণে টানা ৯ ম্যাচের পর গোলবঞ্চিত হলেন সিআরসেভেন।

রাশিয়া বিশ্বকাপে পর্তুগাল গ্রুপ ‘বি’তে খেলবে। তাদের সঙ্গে আছে স্পেন, মরক্কো এবং ইরান।

সোমবার রাতে মোট চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ছিল। বুলগেরিয়া কাজাখস্তানকে হারিয়েছে ২-১ গোলে। মাল্টার জালে ফিনল্যান্ড দিয়েছে পাঁচ গোল। আলবেনিয়া নরওয়ের বিপক্ষে হেরেছে ০-১ গোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *