fbpx

হোটেল ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত

গাড়ির ধাক্কায় একটি চারতলা হোটেল ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও কমপক্ষে ২৪ জন ধ্বংসাবশেষের নিচের আটকা পড়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের ইনদোরের সারওয়াতে বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়া, এবিপিআনন্দের।ওই গাড়িটি যখন হোটেলটিতে ঢুকে পড়ে তখন বহু লোক খাবার খাচ্ছিলেন। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা এখনও সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে।উদ্ধারকারীরা ছয়জনকে আহতাবস্থায় উদ্ধার করেছে। তবে ওই ব্যক্তিদের আঘাত কতটা গুরুতর সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার সময় হোটেল ঠিক কতজন ছিলেন সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ। অন্যদিকে ইনদোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হরিনারায়ণ মিশ্র বলেছেন, একটি গাড়ি এসে আচমকাই ওই হোটেলে ধাক্কা মারে। ভবনটি বেশ পুরনো হয়ে গিয়েছিল। গাড়ি ধাক্কা মারার পরই ভেঙে পড়ে সেটি।তিনি বলেন, এ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। ধ্বংসস্তূপের নিচে ২০ জনের বেশি মানুষ আটকা পড়ে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *