fbpx

উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তরণে স্বাস্থ্যসেবা সপ্তাহ উদযাপন করছে চাঁদপুর

স্বাস্থ্যসেবা উপলক্ষে চাঁদপুরে ফুলের চারা রোপণ

উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তরণে চাঁদপুরে ফুলের চারা রোপণ

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তরণে স্বাস্থ্যসেবা সপ্তাহ উদযাপন করছে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। এই উপলক্ষে আজ রবিবার দুপুরে হাসপাতাল চত্বরে নানা জাতের ফুলের চারা রোপণ করা হয়েছে।

এসব ফুলের চারা রোপণ করেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম, বিশিষ্ট চিকিৎসক সিরাজুম মুনীর, সালেহ আহমেদ, সুজাউদৌলা রুবেল, আবু সায়েম, জাহাঙ্গীর কবির প্রমুখ।

চারারোপণ শেষে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম বলেন, ‘ফুল প্রকৃতিতে যেভাবে সৌন্দর্য দান করে, ঠিক একইভাবে মানুষের চিত্তকে আনন্দিত করে। এতে মানুষের মন প্রফুল্ল থাকলে রোগ-শোক দূরে থাকে। এ কারণে হাসপাতাল চত্বরে নানা জাতের ফুলের চারা রোপণ করা হয়েছে।

জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হলে মানুষের মনে ফুলের সৌরভ ছড়াতে হবে। এতে প্রকৃতিতে সাজানো হলে দেশও সৌন্দর্যে ভরে উঠবে। ফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের শ্রেষ্ঠ দেশে পরিণত হবে।’

https://currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *