fbpx

রোগী আটকে টাকা আদায় অপরাধ, হচ্ছে আইন: স্বাস্থ্যমন্ত্রী

রোগী আটকে রেখে টাকা আদায় করা অপরাধ। বেসরকারি হাসপাতালে সেবার নামে হয়রানি ও অর্থ আদায় বন্ধ করতে সরকার নতুন আইন করতে যাচ্ছে। বললেন স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ হিসেবে বিরোধী দলের সদস্য নূর ই হাসনা লিলি চৌধুরীর নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. নাসিম বলেন, অনেক বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টের নামে রোগীকে আটকে রেখে লাখ লাখ টাকা আদায় ও নানা ধরনের হয়রানি করার ঘটনা ঘটছে। এছাড়া মুমূর্ষু রোগীকে আটকে রেখে টাকা আদায় করার ঘটনা ঘটছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, মানুষকে জিম্মি করে টাকা আদায় করা হয়। এমনও প্রমাণ আছে যে রোগী মারা গেছে কিন্তু রোগী লাইফ সাপোর্টে আছে বলে টাকা আদায় করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হয়। অনেকে ফাইভ স্টার হোটেলের মতো হাসপাতাল চালায়। তাদের বোঝা উচিত যে মানুষ জীবন বাঁচাতে হাসপাতালে যায়। অথচ সেখানে রোগীদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করা হয়। এটা একটা ক্রাইম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *