fbpx

মে দিবসের র‌্যালিতে সংঘর্ষ, গ্রেপ্তার ২০০

বিশ্ব শ্রমিক দিবসে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের সঙ্গে শ্রমিক ইউনিয়নকর্মীদের সংঘর্ষ হয়েছে।

প্যারিস পুলিশ প্রধান মাইকেল দেলপুয়েচ বলেছেন, এসময় ২০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আর একজন পুলিশ অফিসারসহ চারজন সামান্য আহত হয়েছেন। দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এক টুইট বার্তায় এই সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়েছেন।

তিনি লিখেছেন, আজকের যে মে দিবসের মিছিলে সহিংসতার ঘটনা ঘটেছে আমি খুব দৃঢ়ভাবে এর নিন্দা জানাই। অপরাধীদের শনাক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। আর এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতায় অংশ নেয়া প্রায় এক হাজার দুইশ’ ব্যক্তির সবাই কালো জ্যাকেট পরা ছিল।

পুলিশ বলছে, তারা চরম-বামপন্থী অরাজক গ্রুপ ব্লাক ব্লকসের সদস্য সহিংসতাকারীরা একপর্যায়ে রাস্তায় থাকা গাড়ি ও অন্যান্য স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীরা ‘প্যারিস জেগে ওঠো’, ‘পুলিশকে সবাই ঘৃণা করো’ বলে স্লোগান দিতে থাকে।বিক্ষোভকারীরা তাদের মুখ ঢেকে রাখায় তাদের সমালোচনা করেছেন সরকারের মুখপাত্র বেঞ্জামিন গ্রিভেক্স।

তিনি বলেন, যখন কোনো একটি ব্যাপারে আপনি আন্তরিক, তখন আপনি চেহারা না ঢেকেই আন্দোলন করেন। যারা মুখোশ দিয়ে মুখ ঢেকে রাখে তারা গণতন্ত্রের শত্রু।

 

খবর : রয়টার্সের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *