fbpx

জেনে নিন

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি কে ?

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি কে ?

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের মাসাজো নোনাকা। তার বয়স ১১২ বছর। সম্প্রতি গিনেজ রেকর্ড বুক-এ তাঁর নাম উঠে এসেছে। জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে তাঁর বাড়ি। তাঁর ওই বাড়িতে বসেই তিনি পেয়েছেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট।

মাসাজো নোনাকার নাতনী ইয়োকো নোনাকা জানান, মাসাজোর জন্ম ১৯০৫ সালের ২৫ জুলাই। চলাফেরার জন্যে তার হুইল চেয়ার লাগলেও তিনি সুস্থ আছেন। তিনি জাপানী কিংবা পশ্চিমা যেকোনো ধরনের মিষ্টান্ন খেতে খুব ভালোবাসেন।

তিনি জানান, মাসাজো প্রতিদিনই খবরের কাগজ পড়েন। শুধু তাই নয়, প্রায়ই উষ্ণ পানিতে নিজেকে সিক্ত করেন।
১৯৩১ সালে হাতসুনুকো বিয়ে করেন মাসাজো নোনাকা। তাদের পাঁচ সন্তান রয়েছে।

প্রসঙ্গত, এর আগে, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন স্পেনের ফ্রান্সিসকো নুনেজ অলিভেরা। ১১৩ বছর বয়সে গত ফেব্রুয়ারিতে তাঁর মৃত্যু হয়েছে।

সূত্র: দ্য ষ্ট্রেইট টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *