fbpx

দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা

দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর প্রতিনিধি: “বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরের জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী দুর্নীতি দমন কমিশনের আয়োজনে সোমবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক অঞ্চন চন্দ্র পালের সভাপতিত্বে সঞ্চালনা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর উপ-পরিচালক মো. তালেবুর রহমান। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঞ্জুরুল ইসলাম, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। বক্তারা সরকারি বিভিন্ন দপ্তরের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন।

বিআরটিএ কার্যালয়, সাব রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিসসহ সকল দপ্তরের অনিয়ম ও দুর্নীতি বন্ধের জোর দাবি জানিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান।

 

currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *