fbpx

তিন বাহিনীর প্রধানের মেয়াদ চার বছর করতে বিল উত্থাপন

সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানের মেয়াদ সর্বোচ্চ চার বছর করার সুপারিশ করে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। ‘প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) বিল- ২০১৮’ মঙ্গলবার সংসদে উত্থাপন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সংবিধানের ৬২ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিরক্ষা বাহিনীপ্রধানের নিয়োগ ও বেতন-ভাতা আইন দিয়ে নির্ধারণ করতেই বিলটি আনা হয়েছে।

পরে বিলটি ১৫ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

এতদিন জয়েন্ট সার্ভিসেস ইন্সট্রাকশনস (জেএসআই) নামে একটি সার্কুলার দিয়ে এ কাজ করা হতো। এতে বাহিনী প্রধান পদে চাকরির সময় নির্ধারিত ছিল না। চাকরির বয়স ৫৯ বছর হলে অবসরে যেতেন বাহিনী প্রধানরা।

প্রস্তাবিত আইন কার্যকর হলে একটি বাহিনীর প্রধান তার অবসরের বয়স ৫৯ বছর পার হওয়ার পরও নির্ধারিত চার বছর দায়িত্ব পালন করতে পারবেন, যদি সরকার তাকে অবসরে না পাঠায়।

বিলে বলা হয়েছে, চার বছরের জন্য তিন বাহিনীর প্রধান নিয়োগপ্রাপ্ত হবেন। রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেবেন। বাহিনী প্রধানদের নিয়োগের মেয়াদ হবে একসঙ্গে বা বর্ধিতকরণসহ, নিয়োগ প্রদানের তারিখ হতে অনূর্ধ্ব চার বছর হবে। বাহিনীর প্রধান পদ থেকে অবসর নেয়ার দিন থেকেই তিনি অবসরপ্রাপ্ত বলে গণ্য হবেন। বেসামরিক কর্মকর্তাদের মতো এক বছরের অবসরোত্তর ছুটিও (পিআরএল) পাবেন। কোনো বাহিনী প্রধান অবসর নেয়ার পর কোনো সামরিক বা বেসামরিক পদে পুনঃনিয়োগ লাভের যোগ্য হবেন না। তবে চুক্তিভিত্তিতে কোনো বেসামরিক পদে নিয়োগ পেতে পারেন।

অবসরপ্রাপ্ত তিন বাহিনীর প্রধান প্রজাতন্ত্রের কেনো কাজে সামরিক বা বেসামরিক নিয়োগের অযোগ্য বিবেচিত হলেও সাংবিধনিক পদে নিয়োগের ক্ষেত্রে বাধা থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *