fbpx

ডিএনসিসি নির্বাচনে ১৪ দল দেবে একক প্রার্থী

সোমবার ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, “ডিএনসিসি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রার্থী ঘোষণা করবেন, ১৪ দল ঐক্যবদ্ধভাবে তা সমর্থন করবে। ১৪ দল ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করবে।”

আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তরে মেয়র পদে উপ-নির্বাচনে আগামী ২৬ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ। আগামী ১৮ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

আওয়ামী লীগ ইতোমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী হতে আগ্রহীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করেছে। তাদের আবেদন যাচাই করে সিদ্ধান্ত নেবে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।

ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম মেয়র হতে প্রচারে নেমে দাবি করেছেন, তিনি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ইঙ্গিত পেয়েই মাঠে নেমেছেন।

অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটও একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবারও দলীয় মনোনয়ন পেতে জোর আশাবাদী।

এই নির্বাচনকে ‘গণভোট’ আখ্যায়িত করে নাসিম বলেন, “মুক্তিযুদ্ধের শক্তির চূড়ান্ত বিজয়ের জন্য এ নির্বাচন। “বর্তমান সরকারের অর্জন আকাশচুম্বী। সরকারের ভুল থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার সরকারের সফলতা হল হিমালয় তুল্য। সরকার অর্থনৈতিক, সামাজিক, জঙ্গি দমনসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছে।”

বিএনপি নেতৃত্বাধীন জোটকে পরাজিত করার মাধ্যমে সব চক্রান্তের জবাব দিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান নাসিম।

অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার জন্য একটি মহল চক্রান্ত করছে দাবি করে সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।

১৪ দলের মুখপাত্র জানান, জোটের পক্ষে জনমত তৈরি করতে তারা দেশব্যাপী সফর করবেন।

বিএনপির সংলাপের দাবির বিষয়ে এক প্রশ্নে জবাবে নাসিম বলেন, “সংলাপের প্রশ্নই ওঠে না। কীসের সংলাপ তাদের সঙ্গে?”

সংবাদ সম্মেলনে ১৪ দলের নেতাদের মধ্যে ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদকিআ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত নন্দী, সদস্য রিয়াজুল কবির কাওসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *