fbpx

এ বছর বাসাবাড়িতে গ্যাস সংযোগের পরিকল্পনা নেই

এই বছর বাসাবাড়িতে পাইপলাইনে গ্যাস সংযোগ দেয়ার কোনো পরিকল্পনা নেই। জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে বিরোধী দলের মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর তারকা চিহ্নিত এক প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

নসরুল হামিদ বিপু বলেন, বর্তমানে গ্যাস সরবরাহের তুলনায় চাহিদা বেশি হওয়ায় এবং বিকল্প জ্বালানি সহজলভ্য হওয়ায় বাসাবাড়িতে নতুন করে সংযোগ প্রদান বন্ধ রাখা হয়েছে। এছাড়া আবাসিক খাতে পাইপ লাইনে গ্যাস সরবরাহের পরিবর্তে লিক্যুফাইড পেট্রোলিয়াম গ্যাস(এলপিজি) ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

এদিকে সংসদ সদস্য ফিরোজা বেগমের(চিনু) এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।

তিনি বলেন, সরকার চলতি অর্থবছরে সারাদেশে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৮ লাখ বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে। বিদ্যুৎবিহীন(অফগ্রিড) এলাকার মানুষকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা প্রদান করা হবে।

এই বিষয়ে তিনি আরও বলেন, বিদ্যুতের অবৈধ সংযোগ রোধ এবং বিদ্যুৎ সেবাকে আরও আধুনিকীকরণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *