fbpx

এক নজরে আইপিএলে কে কী পুরস্কার পেলেন

গতকাল ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে চেন্নাইয়ের এটি তৃতীয় শিরোপা।

রবিবার ফাইনাল ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান শেন ওয়াটসন।  এবারের আসরে সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৭ ম্যাচ খেলে ৭৩৫ রান সংগ্রহ করেছেন তিনি। তাই অরেঞ্জ ক্যাপও উঠেছে তার মাথায়। আর সেরা উইকেটশিকারি বোলার কিংস ইলেভেন পাঞ্জাবের পেসার অ্যান্ড্রু টাই। ১৪ ম্যাচ খেলে ২৪টি উইকেট শিকার করেছেন তিনি। তাই পার্পল ক্যাপ জিতেছেন তিনি।

টুর্নামেন্টে দ্বিতীয় রান সংগ্রহকারী ব্যাটসম্যান দিল্লি ডেয়ারডেভিলসের ২০ বছর বয়সী ক্রিকেটার রিশাব পান্ত। তার দল লিগ পর্ব থেকেই বাদ পড়ে। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি উজ্জ্বল ছিলেন। ১৪ ম্যাচ খেলে তিনি একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৬৮৪ রান। তিনি এবারের আসরের এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। এজন্য তিনি পুরস্কার হিসাবে পেয়েছেন দশ লাখ রুপি। তাছাড়া তিনি পেয়েছেন মোস্ট স্টাইলিশ প্লেয়ারের পুরস্কার।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সুনিল নারিন পেয়েছেন এবারের আসরের বেস্ট স্ট্রাইক রেটের পুরস্কার। ১৬ ম্যাচে ১৮৯.৮৯ স্ট্রাইক রেটে তিনি করেন ৩৫৭ রান। তাছাড়া মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও নির্বাচিত হয়েছেন তিনি। আর ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স।

এক নজরে আইপিএলে কে কী পুরস্কার পেলেন

ম্যান অব দ্য ম্যাচ:  শেন ওয়াটসন (চেন্নাই সুপার কিংস)

এবারের মৌসুমের সেরা আইপিএল ভেন্যু: ইডেন গার্ডেন্স কলকাতা

সাতটিরও কম ম্যাচ হয়েছে এমন ভেন্যুর মধ্যে সেরা ভেন্যু: মোহালি

এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার: রিশাব পান্ত (দিল্লি ডেয়ারডেভিলস)

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: মুম্বাই ইন্ডিয়ান্স

বেস্ট ক্যাচ অ্যাওয়ার্ড: ট্রেন্ট বোল্ট (দিল্লি ডেয়ারডেভিলস)

সিজন্স বেস্ট স্ট্রাইক রেট: সুনিল নারিন (কলকাতা নাইট রাইডার্স)

সিজন্স মোস্ট স্টাইলিশ প্লেয়ার: রিশাব পান্ত (দিল্লি ডেয়ারডেভিলস)

মোস্ট ইনোভেটিভ থিংকিং অ্যাওয়ার্ড: মহেন্দ্র সিং ধোনি (চেন্নাই সুপার কিংস)

পার্পল ক্যাপ (সেরা উইকেটশিকারি বোলার): অ্যান্ড্রু টাই (কিংস ইলেভেন পাঞ্জাব)

অরেঞ্জ ক্যাপ (সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান): কেন উইলিয়ামসন (সানরাইজার্স হায়দ্রাবাদ)

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: সুনিল নারিন (কলকাতা নাইট রাইডার্স)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *