fbpx

আজ নেইমারের অস্ত্রোপচার

নেইমারের বাবা শুরুতেই বলেছিলেন দ্রুত সেরে উঠতে গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হবে তার ছেলেকে।

পরে পিএসজি কর্তৃপক্ষও জানিয়েছে ছুরির নিচেই যেতে হচ্ছে নেইমারকে। অবশেষে ব্রাজিলের বেলো হরিজেন্তোতের হাসপাতালে নেইমারের গোড়ালিতে অস্ত্রোপচার করা হবে। ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক রডরিগো লাসমারের নেতৃত্বে মোট আট সদস্যের একটি মেডিক্যাল টিম এই অস্ত্রোপচার করবেন।

নেইমারের অস্ত্রোপচার নিয়ে রডরিগো লামাস জানান, ‘এটা মোটেই সহজ অস্ত্রোপচার নয়। অস্ত্রোপচার করতে প্রায় ঘণ্টা দুয়েক সময় লাগবে। এরপর আড়াই থেকে তিন মাস বিশ্রামে থাকতে হবে নেইমারকে।’

বিশেষজ্ঞদের ধারণা, তিন মাস পরে শুরু হবে নেইমারের রিহ্যাব। অন্তত দিন দশেক পরে বল নিয়ে অনুশীলন শুরু করবেন তিনি। অর্থাৎ, ব্রাজিলের হয়ে বিশ্বকাপের গ্রুপ ম্যাচেও অনিশ্চিত এই তারকা।

এদিকে অস্ত্রোপচার জন্য শুক্রবার এয়ার ফ্রান্সের বিশেষ ফ্লাইটে প্যারিস থেকে রিও ডি জেনেইরো উড়ে যান নেইমার। রিও বিমানবন্দরে যথেষ্ট খোশমেজাজে ছিলেন নেইমার। হুইলচেয়ারে করে তাকে গাড়িতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *