নিহত ১
রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরে বাসের ধাক্কায় নিহত ১
রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত
রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরে বাসের ধাক্কায় নারায়ণ সাহা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নারায়ণ সাহা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেগমবাগ গ্রামের মৃত রমেশ সাহার ছেলে। তিনি পরিবার নিয়ে উত্তরখান ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় থাকতেন। উর্মি গ্রুপে এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
নিহতের ছেলে পার্থ সাহা জানান, সকাল সাড়ে ৮টার দিকে তার ছোট ভাই প্রান্তকে নিয়ে রিকশাযোগে শহীদ ক্যাডেট স্কুলে যাচ্ছিলেন বাবা। পথে উত্তরা ৮ নম্বর সেক্টর পলোয়েল মার্কেটের সামনে সাকুরা পরিবহনের একটি বাস তাদের বহনকারী রিকশাকে ধাক্কা দেয়। এতে বাবা গুরুতর ও ছোটভাই প্রান্ত কিছুটা আহত হয়।
স্থানীয়রা বাবাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান। পরে স্বজনরা খবর পেয়ে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।