অসুস্থ সানি লিওন, নেওয়া হয়েছে হাসপাতালে
রিয়েলিটি শো স্প্লিস্টভিলা ১১-এর শুটিংয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেত্রী সানি লিওন। শুটিংয়ের সময় পেটে ব্যথা অনুভব করায় তাকে উত্তরাখন্ডের কাশিমপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে জানা যায়, পাকস্থলীতে সংক্রমণের জন্যই পেট ব্যথায় আক্রান্ত হন সানি। উত্তরাখন্ডে চলতে থাকা ওই শুটিংয়ে সানির সঙ্গে হোস্ট রণবিজয় সিংসহ স্প্লিস্টভিলার পুরো টিমই ছিল।
এদিকে ‘ফাদার্স ডে’ উপলক্ষে সম্প্রতি মেয়ে নিশা এবং স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ছবি শেয়ার করেন সানি। মায়ের শরীরের উপরের অংশ ঢেকে সেখানে বসে ছিল ছোট্ট নিশা। এ ছবি প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচনা শুরু হয়।