বাংলাদেশ ৮ উইকেটের সহজ জয়
বাংলাদেশ ৮ উইকেটের সহজ জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে । উইকেট একটু মন্থর ছিল। বল ব্যাটে একটু দেরিতে আসার সঙ্গে ছিল হঠাৎ নিচু হওয়ার বিপদও। তবে লক্ষ্যটা ছোট বলে একটুও ভাবতে হল না বাংলাদেশের ব্যাটসম্যানদের। সামনে থেকে নেতৃত্ব দিলেন ওপেনার তামিম ইকবাল। উদ্বোধনী এই ব্যাটসম্যানের অপরাজিত ফিফটিতে বাংলাদেশ পেল ৮ উইকেটের জয়।
জিম্বাবুয়ের দেওয়া ১৭১ রানের লক্ষ্য ১২৯ বল বাকি থাকতে পৌঁছে যায় বাংলাদেশ। শুভ সূচনা করে ত্রিদেশীয় সিরিজে।
তামিমের সঙ্গে উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন এনামুল হক। তিন নম্বরে নেমে ৭৮ রানের জুটি গড়ে ফিরেন সাকিব আল হাসান। মুশফিককে নিয়ে বাকিটা সারেন তামিম।
৯৩ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন তামিম। একটি করে ছক্কা-চারে ১৪ রানে অপরাজিত মুশফিক।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশের ৮ উইকেটের জয়
ZIM 170 (49.0 Ovs)
BAN 171/2 (28.3 Ovs)
Bangladesh won by 8 wkts
PLAYER OF THE MATCH
Shakib Al Hasan
Shakib Al Hasan
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: (লক্ষ্য ১৭১ রান) ২৮.৩ ওভারে ১৭১/২ (তামিম ৮৪*, এনামুল ১৯, সাকিব ৩৭, মুশফিক ১৪*; জার্ভিস ০/১৫, চাতারা ০/২৬, রাজা ২/৫৩, মুজারাবানি ০/৩১, ক্রিমার ০/৪৬)