টেন্ডুলকারের গায়ে উঠতে যাচ্ছে ভারতের জাতীয় দলের জার্সি
ভারতের স্কোরকার্ডে শচিন টেন্ডুলকারের নামটি সর্বশেষ দেখা গেছে ২০১৩ সালে
দীর্ঘ পাঁচ বছর পর আবারও ভারতের স্কোরকার্ডে ফিরছে টেন্ডুলকারের নাম। তবে সেটা ভারতের অনূর্ধ্ব-১৯ দলের স্কোরকার্ড এবং নামটা শচিনের ছেলে অর্জুন টেন্ডুলকারের। জুলাইতে শ্রীলঙ্কা সফর দিয়েই শচিন পুত্রের গায়ে উঠতে যাচ্ছে ভারতের জাতীয় দলের জার্সি।
আগামী মাসে শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে সিরিজ খেলবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। লঙ্কান যুবাদের বিপক্ষে সিরিজ সামনে রেখে ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অর্জুন টেন্ডুলকার।
স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে দুটি চারদিনের ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। তবে শচিন পুত্রকে নেওয়া হয়েছে শুধু চারদিনের ম্যাচের জন্য। চারদিনের দুই ম্যাচের দলে জায়গা হলেও ওয়ানডে ম্যাচের জন্য জায়গা পাননি অর্জুন।
এর আগে অনেকবার শিরোনাম হয়েছেন শচিনপুত্র। সর্বশেষ ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জোনাল ক্যাম্পে ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজর কাড়েন ১৮ বছর বয়সী শচিনপুত্র। সেই ম্যাচে বল হাতে চার উইকেট নেওয়ার পাশাপাশি ২৭ বলে ৪৮ রান করেন তিনি।