মোস্তাফিজের মুম্বাই
খাদের কিনারে দাঁড়িয়ে পাঞ্জাবের মুখোমুখি মোস্তাফিজের মুম্বাই
কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে মুম্বাই
এবারের আইপিএলটা মোটেও ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ানসের। হারের ঘূর্ণিতেই ঘুরপাক খাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হাতে আছে আর মাত্র ৬টি ম্যাচ। কোয়ালিফাইংয়ের আশা জিইয়ে রাখতে হলে সবকটিতেই জিততে হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর পারফরম্যান্সের দিকে।
এমন সমীকরণ নিয়ে আজ দুরন্ত ছন্দে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে মুম্বাই। ইন্দোরে রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। সেটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও স্টার স্পোর্টস-১।
এবার বাংলাদেশের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করছেন মোস্তাফিজুর রহমান। তিনি খেলছেন খাদের কিনারে দণ্ডায়মান মুম্বাইয়ের হয়ে। প্রথম ৬ ম্যাচেই মাঠে নেমেছেন তিনি। হাতও ঘুরিয়েছেন বেশ, সফলও। দারুণ বোলিংয়ে শিকার করেছেন ৭ উইকেট। তবে শেষ দুই ম্যাচে তাকে খেলায়নি ম্যানেজমেন্ট। পাঞ্জাবের বিপক্ষেও কাটার মাস্টারকে খেলানো হবে কিনা তাও নিশ্চিত করেনি আইপিএল ইতিহাসের সফলতম দলটি।
৮ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে মুম্বাই। সেখানে বেশ ভালো অবস্থানে পাঞ্জাব। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে বলি সুন্দরী প্রীতি জিনতার দল। শীর্ষ তিন দলই তাদের চেয়ে বেশি ম্যাচ খেলেছে। এদিন জয় ছিনিয়ে নিতে পারলে ওপরে উঠে যাবেন গেইলরা।
এখন দেখার বিষয়, চলমান আইপিএলে প্রথম সাক্ষাতে বিজয়ীর বেশে মাঠ ছাড়ে কারা।