fbpx

মুক্তি পেয়েছেন

জামিনে মুক্তি পেলেন ঢাবি ছাত্রদল নেতা আলমগীর

আলমগীর কবির তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আলমগীর কবির তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।

এ সময় কারাফটকে আলমগীরকে সংবর্ধনা জানান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আলমগীর হাসান সোহান ও তারেকুজ্জামন, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক, আবু ফয়সাল জিহাদ, ঢাবি শাখার সহসভাপতি শহীদ মল্লিক, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, রমিজ হায়দার, স্যার এএফ রহমান হলের আহ্বায়ক আকতারুজ্জামান, হাজি মুহম্মদ মুহসিন হলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন প্রিন্স ও এসএম হলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ প্রমুখ।

গত ৩১ জানুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারাপারসন খালেদা জিয়া বকশীবাজারের বিশেষ আদালতে হাজিরা দিতে গেলে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চানখাঁরপুল ও বকশীবাজার এলাকায় জড়ো হন।

ওই সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আলমগীর কবিরকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *