না ফেরার দেশে চলে গেলেন, সাবেক রেফারি হাফিজ
ফুটবল মাঠে বাঁশি বাজিয়েছেন। বাজিয়েছেন কাবাডি কোর্টেও। দুই খেলাতেই রেফারি হিসেবে সুনাম কুড়িয়েছিলেন গোলাম হাফিজ।
সত্তর দশকের সেই রেফারি না ফেরার দেশে চলে গেলেন শনিবার। সকাল ১০ টার দিকে ঢাকার গোপীবাগের নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন গোলাম হাফিজ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।গোলাম হাফিজের নামাজে জানাজা হয়েছে শনিবার বাদ যোহর গোপীবাগ কেএম দাশ লেন মসজিদে। জানাজার পরই মরহুমের লাশ নিয়ে যাওয়া হয় তার ফেনীর গ্রামের বাড়িতে।
ফেনীর লস্করহাটে নিজের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে গোলাম হাফিজকে।রেফারি গোলাম হাফিজের মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তা, কর্মচারী গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।