fbpx

৬টি ব্যবসা প্রতিষ্ঠানের ৩৬ হাজার টাকা জরিমানা

দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে, চন্দ্রগঞ্জ বাজারে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভেজাল, পঁচা-বাঁশি, অনুমোদনহীন মালামাল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে তাদের এই জরিমানা করা হয়। রোববার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হাসান ও রায়পুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট শি্ল্পীরাণী রায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বিএসটিআই লক্ষ্মীপুর জেলা অফিসার রাজিব দাসগুপ্ত, জেলা মার্কেটিং অফিসার মনির হোসেন ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের এএসআই ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের শ্রমিক হোটেল ৭ হাজার, ৪টি মুদি দোকান যথাক্রমে তাহের ষ্টোর ৭ হাজার, খোরশেদ ষ্টোর ৭ হাজার, ভাই ভাই ট্রেডার্স ৫ হাজার, কাসেম ষ্টোর ৫ হাজারসহ সর্বমোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ইউছুপ নামের এক মাংস ব্যবসায়ীর দোকানে বাঁসি মাংস রাখায় বেশকিছু মাংস খালে ফেলে দেওয়া হয়। এবং রায়পুরে একটি আমের দোকানে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *