fbpx

হাজীগঞ্জ উপজেলা পরিষদের মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

হাজীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার হাজীগঞ্জ মডেল কলেজ ও হাজীগঞ্জ ডিগ্রী কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের অর্থায়নে চলিত বছর অনুষ্ঠিত পরীক্ষায় ৭ম ও ৯ম শ্রেনীর ১,১৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্আলী রেজা আশ্রাফী জানান, উপজেলার সকল বিদ্যালয় ও মাদ্রাসার ৭ম ও ৯ম শ্রেনীর শিক্ষার্থীরা পরীক্ষা অংশ নেয়। উপজেলা পরিষদের অর্থায়নে ও চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রশিদ মজুমদারের সার্বিক ব্যবস্থপনায় আয়োজিত পরীক্ষায় এ বছর ৯৮ জনকে বৃত্তি দেয়া হবে। তিনি আরো জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জন প্রতি ৪,০০০ হাজার টাকা পাবে এবং এই টাকা ২ কিস্তিতে প্রদান করা হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রশিদ মজুমদার বলেন, শিক্ষাখাতে সরকারের পক্ষ থেকে আমার ৪ লাখ টাকা বরাদ্ধ আছে। ৫ম ও ৮ম শ্রেনীতে সরকারী বৃত্তি রয়েছে তাই মেধা বিকাশের জন্য আমি ৭ম ও ৯ম শ্রেনীর শিক্ষার্থীদেরকে এই বৃত্তির আওতায় এনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *