সাভারে হুমায়ূন আহমেদ স্মরণে ‘হিমুর বৃষ্টি বিলাস’
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে সাভারে ‘হিমুর বৃষ্টি বিলাস’ নামে স্মৃতিচারণ অনুষ্ঠান পালন করেছেন তার ভক্ত ও অনুসারীরা।
হুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২১ জুলাই, শনিবার দুপুর থেকে সাভারের আশুলিয়ায় অবস্থিত বিনোদন কেন্দ্র নন্দন পার্কে অনুষ্ঠানটি পালন করা হয়।
এতে র্যালি, হূমায়ন আহমেদ বিষয়ক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হুমায়ূন আহমেদের বিভিন্ন জনপ্রিয় গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ ছাড়া হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১ আগস্ট পর্যন্ত নন্দন পার্কে প্রবেশ ও রাইডে ২৫ শতাংশ ছাড় পাবেন দর্শনার্থীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এজাজুল ইসলাম। হূমায়ন আহমেদকে নিয়ে তিনি স্মৃতিচারণ করেন।
আরও উপস্থিত ছিলেন- নন্দন পার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল তুষার বিন ইউনুস (অব.), পরিচালক সাখাওয়াত হোসেন, এনামুল হক চৌধুরী, হেড অব মার্কেটিং মেজবাহ্ উদ্দিন প্রিন্সসহ অন্যান্য কর্মকর্তারা।