fbpx

সাত জেএমবি সদস্যের ফাঁসি

রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা ও স্থানীয় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার সাত জেএমবি সদস্যের ফাঁসি এবং ছয়জনকে খালাসের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৮ মার্চ) রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন। এ মামলার ১৩ জন আসামির সবাই নব্য জেএমবির সদস্য। আসামিদের মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়ে। দুজন এখনও পলাতক । কারাগারে বন্দি ১১ জঙ্গি হলো— ইছাহাক আলী , লিটন মিয়া, সরওয়ার হোসেন , সাদাত ওরফে রতন, তৌফিকুল ইসলাম, আবু সাঈদ, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন, বিজয় ওরফে আলী ওরফে দর্জি এবং বাবুল আখতার। পলাতক রয়েছে নজিবুল ইসলাম ও চান্দু মিয়া।

জানা যায়, ২০১৫ সালের ১৫ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধূপুর বাজার থেকে বাসায় ফেরার পথে জঙ্গিরা রহমত আলীকে জবাই করে। চাঞ্চল্যকর এই মামলা তদন্ত শেষে ১৩ জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ।

গত ৪ মার্চ মামলার বাদী ও আসামি পক্ষের যুক্তি-তর্ক শুনানি শেষে বিজ্ঞ বিচারক আজ (রবিবার) মামলার রায়ের তারিখ ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *