লা লিগায় রিয়াল মাদ্রিদের দুর্ভাগ্য শেষ হচ্ছে না
আবার দুই পয়েন্ট খোয়াল দলটি। এবার রেলিগেশনের মুখে পড়া লেভান্তের সঙ্গে ড্র করতে বাধ্য হলো রিয়াল। এ ম্যাচে ড্র করে লা লিগায় চতুর্থ স্থানে চলে গেল জিনেদান জিদানের দলটি।
পুরো প্রথমার্ধ দাপটে খেলেছে রিয়াল। ম্যাচের ১১ মিনিটে সার্জিও রামোসের গোলে এগিয়ে যায় তারা। শানাতে থাকে একের পর এক আক্রমণ। তবে প্রতি আক্রমণে খেলায় ফেরে লেভান্তে। দলটির ঘানার স্ট্রাইকার ইমানুয়েল বোয়াতের ৪১ মিনিটে এক গোল শোধ করে দেন। ম্যাচে ফেরে লেভান্তে।
দ্বিতীয়ার্ধের ইসকো দলের হয়ে দ্বিতীয় গোলটি করলে রিয়ালের বিজয়ের আশা জেগে ওঠে। খানিকটা সময় তা জেগেও থাকে। তবে ম্যাচের ৮৯ মিনিটে জামপাওলো পাৎচিনি আঘাত হানেন লেভান্তের হয়ে। ম্যাচ শেষতক ২-২ গোলে ড্র।
এর আগের ২১ বার সাক্ষাৎ হয়েছিল রিয়ালের সঙ্গে লেভান্তের। ফলাফল বলছে, সেসব ম্যাচে রিয়ালের প্রাধান্য ছিল। ১৬ বার জিতেছে রিয়াল, ড্র হয়েছে দুটি। আর লেভান্তে জিতেছে তিনটিতে। এ বছর অবশ্য প্রথম সাক্ষাতে ১-১ ড্র করেছিল দুই দল।
এ ম্যাচে ড্রয়ের ফলে এখন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে গেল ক্রিস্টিয়ানোর রোনালদোর দল। এ ম্যাচে জিতলে ভ্যালেন্সিয়াকে টপকে লা লিগায় তৃতীয় স্থানে চলে যেতে পারত তারা।