fbpx

লক্ষ্মীপুরের নকল সার ও ভেজাল কীটনাশকে সয়লাব

দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপরে নকল সার ও ভেজাল কীটনাশকে সয়লাব হয়ে গেছে।এসব বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। তাদের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হচ্ছে অনেক নিরিহ কৃষক। সূএে জানাযায়, লক্ষ্মীপুর জেলার সদরে সার ও কীটনাশক টেড্রমার্ক যুক্ত থাকায় এখানকার ব্যবসায়িরা ভেজাল কীটনাশক বিক্রি করলে আইনের বাধ্যবাধকতা থাকায় কৃষকেরা জেলা কম প্রতারণা শিকার হন।

কিন্তু গ্রামঞ্চলে আইনের প্রতি তোয়াক্কা না করে কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদ উওীর্ণ সারসহ কীটনাশক বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৃষকের নিকট সমান তালে বিক্রি করে চলছে। এছাড়াও নকল সার ভেজাল কীটনাশক ৫টি উপজেলার প্রায় প্রতিটি দোকানে সয়লাভ হয়ে গেছে বলে অভিযোগ উঠে। প্রশাসনের তদারকি না থাকায় কথিত ব্যবসায়ীদের কোন সমস্যা হচ্ছে না।

অনেকে এই ব্যবসা করে রাতারাতি কোটি প্রতি বনে গেছেন। বিভিন্ন নামি দামি কোম্পানির লোগো বসিয়ে এসকল কেমিক্যাল ও সার কৃষকদের নিকট উচ্চ দরে বিক্রি করছে। কৃষকেরা এ গুলো সার ও কীটনাশক ব্যবহার করে উঠতি ইরি বোরো ধানের গাছের কোন উপকার পাচ্ছে না।

আবার তারা গিয়ে ঐ সকল অসাধু ব্যাবসায়ীদের বিষয়টি অবগত করলে কৃষকদের বিভিন্ন তালবাহানা দিয়ে বুঝিয়ে অন্য এক প্রকারের সার ও কীটনাশক দিয়ে আর এক দফা অর্থ হাতিয়ে নেয়। গ্রাম্য সাদামাটা স্বভাবের কৃষকদের পড়ালেখা কম হওয়ায় তারা এই তারা এই অসাধু ব্যবসায়ীদের চক্রে পড়ে সর্বস্বান্ত হচ্ছে। সচতেন মহলের দাবী ভেজাল কীটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করে কৃষি এবং কৃষেকের ফসল বাঁচাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *