fbpx

বর্ষবরণ উৎযাপিত

লক্ষীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণ উৎযাপিত

লক্ষীপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ ( বঙ্গাব্দ ১৪২৫ ) উৎযাপিত হয়েছে 
দেলোয়ার হোসেন মৃধা: লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ ( বঙ্গাব্দ ১৪২৫ ) উৎযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্দ্যেগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে জেলা স্টেডিয়াম মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসবের মধ্য দিয়ে জেলা বাসী বর্ষবরণ পালন করেন। র্যালিতে বাঙ্গালীর ঐতিহ্যবাহী গরুর গাড়ী, হাতি, পালকী, জেলে ও কামার-কুমার সমপ্রদায়সহ দেশীয় সংস্কৃতির বিভিন্ন দিক শোভা পায়। এসময় বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাটান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও লক্ষ্মীপুররের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিনব্যপি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, ভাইস চেয়ারম্যান এ্যাড আবুল কালাম আজাদ,মাজেদা বেগম, নির্বাহী কর্মকর্তা শিল্পীরাণি রাণী রায়, ওসি একেএম আজিজুর রহমান মিয়া, সহকারি কমিশনার ভুমি মোতাছেম বিল্লাহ সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু ইউসুফ, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া ও সহকারী কমিশনার ভূমি এস এম শান্তুনুর চৌধুরীসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *