fbpx

যা আছে যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন পরিকল্পনায়

নতুন অভিবাসন পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই পরিকল্পনা প্রকাশ করে ট্রাম্প প্রশাসন৷ আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এটি কংগ্রেসে পেশ করা হবে৷ এ পরিকল্পনায় ‘ড্রিমার্স’ নামে পরিচিত নথিপত্রহীন প্রায় ১৮ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেয়ার প্রস্তাব করা হয়েছে৷

ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনায় ‘ডিভি লটারি’ কর্মসূচি বাতিলের প্রস্তাব করা হয়েছে৷ ১৯৯০ সালে এটি শুরু হয়েছিল৷ এর আওতায় প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের ৫০ হাজার মানুষকে যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা দেয়া হয়৷ প্রেসিডেন্ট ট্রাম্প এই কর্মসূচির সমালোচনা করে বলেছেন, এর আওতায় এমন মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে যারা ইসলামি জঙ্গিবাদকে সমর্থন করে৷ কয়েকজন ডেমোক্রেট রাজনীতিবিদও এই কর্মসূচি বাতিলের পক্ষে৷

পারিবারিক অভিবাসন প্রক্রিয়া আরও কঠোর করারও প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন৷ এই কর্মসূচির আওতায় শুধুমাত্র স্বামী বা স্ত্রী ও মাইনর ছেলেমেয়েদের ভিসা দেয়ার প্রস্তাব করা হয়েছে৷

এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে অভিবাসন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রবেশ করা ১০ লাখের বেশি অভিবাসীর সংখ্যা কমে অর্ধেক হয়ে যেতে পারে, বলে মনে করছেন অভিবাসন নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা৷

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরির জন্য কংগ্রেসের কাছে ২৫ বিলিয়ন ডলার চেয়েছে হোয়াইট হাউস৷ এছাড়া যুক্তরাষ্ট্রে থাকা নথিপত্রহীন প্রায় এক কোটি ১০ লাখ অভিবাসীর বিরুদ্ধে অভিযান চালাতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে আরও শক্তিশালী করার প্রস্তাব করা হয়েছে৷

ট্রাম্প প্রশাসনের নতুন এই পরিকল্পনা ইতিমধ্যে ডেমোক্রেটদের সমালোচনার মুখে পড়েছে৷ বিশেষ করে নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান ও পারিবারিক ভিসা কর্মসূচি সংকুচিত করার বিষয়টি কংগ্রেসে পাস করা কঠিন হবে বলে মনে করছেন ডেমোক্রেট সিনেটর বিল নেলসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *