fbpx

ফিফা র‍্যাঙ্কিংয়ে

মেসির আর্জেন্টিনাকে টপকে গেল রোনালদোর পর্তুগাল

মেসির আর্জেন্টিনাকে টপকে গেল রোনালদোর পর্তুগাল

ফিফা র‍্যাঙ্কিংয়ে পর্তুগালেরও নিচে নেমে গেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দলকে টপকে এখন র‍্যাঙ্কিংয়ের তিনে অবস্থান ক্রিস্টিয়ানো রোনালদোর দেশের। নেমে যেয়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান র‍্যাঙ্কিংয়ের চারে।

নতুন র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষেই আছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তাদের পরে দুইয়ে অবস্থান নেইমারের ব্রাজিলের। পাঁচে নিজেদের অবস্থান ধরে রেখেছে বেলজিয়াম।

এক ধাপ উন্নতিতে ছয়ে উঠে এসেছে পোল্যান্ড। তাদের পরেই আছে স্পেন। আট, নয় ও দশতম স্থানে যথারীতি সুইজারল্যান্ড, ফ্রান্স ও চিলি।

সাউথ এশিয়ান দলগুলোর মধ্যে ভাল উন্নতি হয়েছে ভারতের। তিন ধাপ এগিয়ে সেরা ৯৯-এ অবস্থান দলটির। ১৫০ নম্বরে অবস্থান মালদ্বীপের। আর নেপালের র‍্যাঙ্কিং ১৬৫।

অবস্থানে কোন পরিবর্তন হয়নি বাংলাদেশের। ১৯৭তেই আছে দুই বছর আন্তর্জাতিক ফুটবলে নির্বাসনে থাকা দলটি। এরপরে অবস্থান ২০০তে থাকা শ্রীলঙ্কার। আর ফিফার নিষেধাজ্ঞায় থাকা পাকিস্তান আছে ২০৩ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *