মাননীয় প্রধানমন্ত্রী গ্রোবাল উইমেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড অর্জন করায় ৭১’র চেতনা বাস্তবায়ন ফাউন্ডেশনের আলোচনা সভা
৭১’র চেতনা বাস্তবায়ন ফাউন্ডেশনের আলোচনা সভা
স্টাফ রিপোর্টারঃ ৭১’র চেতনা বাস্তবায়ন ফাউন্ডেশনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রোবাল উইমেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড অর্জন করায় গত ১২ মে শনিবার বাংলাদেশ কেন্দ্রীয় শিশু কল্ল্যান পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭১’র চেতনা বাস্তবায়ন ফাউন্ডেশেন চেয়ারম্যান এ কে এম জুনাইদের সভাপতিত্ব ও অনলাইন সনি টিভির ব্যবস্থাপনা সম্পাদক খাদিজা বেগম নারগিসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির ধর্মীয় বিষয়ক সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী,শেখ মোহাম্মদ আলী,বাংলাদেশ নাগরিক পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন সজল,বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের মহাসচিব এম এ মমিন, বাংলাদেশ পেশাজীবি পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ,আন্তর্জাতিক যুদ্ধাপরাধী আন্দোলনের আহবায়ক হাবিবুল ইসলাম রেজা,বাংলাদেশ গনতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি আশরাফ আলী হাওলাদার,ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের মহাসচিব সাহানা বেগম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ গনতান্ত্রিক পার্টির ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তারেক ও শ্যামলী মেহজাবিন,৭১’র চেতনা ফাউন্ডেশের উপদেষ্টা লায়ন হীরা নওশের,৭১’র চেতনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাকিম মনির আহমেদ,যুগ্ম সাধারন সম্পাদক একেএম রাকিব সুমন,বাংলাদেশ গনতান্ত্রিক পার্টির দপ্তর সম্পাদক তাওহীদ পাটোয়ারি মনির ও আওয়ামীলীগ নেতা রোকন উদ্দিন পাঠান সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বাংলাদেশ গনতান্ত্রিক পার্টি ও ৭১’র চেতনা বাস্তবায়ন ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলের সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।