fbpx

~~~ ভাল থেকো ~~~

%%%%%%%  ভাল থেকো  %%%%%%

খাবারের স্বাদ প্রতিটি মানুষই বোঝে, যে মানুষটি কখনও রান্না ঘরে যায়নি, রান্না সম্পর্কে কোন ধারনাই নেই, তরকারীতে লবন কম বা বেশী হলে সেই মানুষটিও কিন্তু বুঝতে পারে। বোঝার কারনটা হল অভ্যাস।
তবে সব মানুষের স্বাদের ধরন একরকম নয়,, কেউ বেশী লবনে অভ্যস্ত, কেউ কমে,,কেউ বেশী ঝাল না হলে খেতে পারে না,, কেউ আবার ঝাল কম হলে খাবার রুচি হারিয়ে ফেলে,আবার এমন মানুষও আছে রান্নার প্রয়োজন নেই কাঁচাতেই অভ্যস্ত।
সুন্দরের ব্যাখ্যাটাও সবার কাছে এক রকম নয়,, যা একবার দেখলে বার বার দেখতে ইচ্ছে করে, নিজের করে পেতে ইচ্ছে করে,, মূলত সুন্দরের ব্যাখ্যা এটাই।
তবে আমার দৃষ্টিতে যেটা সুন্দর, আপনার দৃষ্টিতে সেটা সুন্দর নাও হতে পারে,,,
মানুষ অভ্যাসের দাস হলেও সৌন্দর্যের ব্যাপারটা কখনও অভ্যাস হতে আসে না,,,,
অধিকাংশ মানুষের পছন্দ গোলাপ ফুল,,,,,কিন্তু মনে করুন কোন এক মানুষ গোলাপ ছাড়া অন্য কোন ফুল দেখেনি, হঠাৎ সে মানুষটি যদি ঘাস ফুল দেখে, তখন কিন্তু সে মানুষটির কাছে ঘাস ফুলই হবে পৃথিবীর সব চেয়ে সুন্দর ফুল,,,,
নিজের কাছে যেমনটা ভাল লাগে তেমন ভাবে চলাটাই স্টাইল,,
হতে পারে তা পোশাক বা চুল কাটার ধরন।
আর আপনি যদি কাউকে অনুকরন করেন তবে সেটা ফ্যাশান।
বর্তমানে স্টাইল বলে কিছু নেই, সবাই ফ্যাশানে অভ্যস্ত,,
ঈদে মেয়েদের কিরন মালা জামা না হলে চলে না, অথবা ঈদের লেটেষ্ট পোশাক হয় কোন মুভিতে ব্যবহার করা নায়কের পোশাকটা। সবাই যদি একই ধরনের পোশাক ব্যবহার করে তবে তা সুন্দরের পরিবর্তে হয় হাস্যকর।
অন্যরা কিভাবে চলে, কি ব্যবহার করে সেটা অনুকরন না করে আপনার নিজের কাছে যেমনটা ভাল লাগে, সেভাবেই চলুন, আপনিই হবেন সবার চোখে আলাদ ভাবে সুন্দর, আপনার স্টাইলটা হতে পারে সবার কাছে ফ্যাশান,, এমনকি সবার আইডল হওয়াটাও অস্বাভাবিক কিছু না।
রূপবতী সবাই হতে পারে,, কিন্তু চাইলেও গুনবতী, বা মায়াবতী সবাই হতে পারে না।
যার চেহারা সুন্দর সে চেষ্টা করে কিভাবে আরো সুন্দর হওয়া যায়,,,,সুন্দর হবার প্রচেষ্টায় হারিয়ে যায় মায়াবতী মনটা,,,,,
একটু গভীর ভাবে চারপাশে তাকিয়ে দেখুন শুধু মাত্র সৌন্দর্য বর্ধনে সময় নষ্ট করা মানুষ গুলোর শেষ পরিনতি হয় কষ্টের,,,,,
সুন্দরের পূজারী মানুষ গুলোকে পাশে পাবেন শুধু মাত্র যত দিন আপনার সৌন্দর্য আছে ততদিন,,,আর সৌন্দর্য যে চিরস্থায়ী নয় সেটা মনে হয় আপনি ভাল ভাবেই জানেন।
হূমায়ুন আহমেদের ” রূপা” চরিত্রটি মনে দাগ কাটার মত একটি চরিত্র, কেন জানেন? শুধু সুন্দরের জন্য নয়,,
” রূপা” আসলে একজন মায়াবতী।
পৃথিবীর কোন মানুষই অসুন্দর নয়,,প্রতিটি মানুষই কোন মানুষের চোখে সুন্দর,,,,,,,,
তবে মায়াবতী সবাই হতে পারে না, স্রষ্টার সৃষ্টিকে মন থেকে ভালবাসার নামই “মায়াবতী”।

 

@@@ এ.আর.এস @@@

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *