fbpx

ভারতের পরই শক্তিশালী বাংলাদেশ!

ভারতের পরই শক্তিশালী বাংলাদেশ!

আগামী মাসে নিদাহাস ট্রফিতে খেলবেভারত,বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলংকা। তিন জাতির এই সিরিজে শক্তির বিচারে নিঃসন্দেহে ভারতই এগিয়ে। তার চেয়েও হট ফেবারিট ঘরের মাঠে শ্রীলংকা। তবে ভারতের সাবেক তারকা ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকর বলছেন, ভারতের পরই শক্তিশালী দল হচ্ছে বাংলাদেশ।

সাম্প্রতিক বছরগুলোতে ঘরে অসাধারণ খেলা বাংলাদেশ দলের এখন একটাই লক্ষ্য দেশের বাইরে ভালো করা। সেটা স্মরণ করে দিয়ে সঞ্জয় মাঞ্জেরেকর বলেন, নিদাহাস ট্রফিটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্তির প্রমাণ দিতে এই টুর্নামেন্টটা হচ্ছে টাইগারদের জন্য বিশাল সুযোগ। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার চেয়েও শক্তিশালী দল হচ্ছে বাংলাদেশ। আমি মনে করি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশই ভারতের পর শক্তিশালী দল। এই দলটিতে রয়েছে সাকিব, তামিম এবং মোস্তাফিজের মতো বিশ্বমানের ক্রিকেটার। তারা হলেন গেম চেঞ্জারস।’

টাইমস অব ইন্ডিয়ায় লেখা এক কলামে সঞ্জয় মাঞ্জেরেকর আরও বলেন, ‘নিদাহাস ট্রফি বাংলাদেশকে আরও একটি দারুণ সুযোগ তৈরি করে দিতে যাচ্ছে যে, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের আরও একবার প্রমাণ করার। বিশেষ করে ভারতের মতো বিশাল ক্রিকেট অনুসরণকারী জাতির সামনে নিজেদের তুলে ধরার। আগের বছরগুলোতে বাংলাদেশ খুব ধীরগতিতেই এগিয়েছে। তবে এখন খেলোয়াড়দের আত্মবিশ্বাসের দারুণ বৃদ্ধি ঘটেছে।’

মাঞ্জেরেকর লিখেন, ‘বাংলাদেশের উত্থান সত্যি ক্রিকেটের জন্য একটা ভালো খবর। দেশটিতে ক্রিকেট খুবই জনপ্রিয়। এতটাই জনপ্রিয় যে, ভারতের চেয়েও বেশি। যেমনটা কয়েক বছর আগেও ভারতে ছিল। বাংলাদেশ এখন কেবলই মাত্র একটি মাত্র খেলার দেশ। সেটা হচ্ছে ক্রিকেট। তাদের খেলোয়াড়রা দেশের মধ্যে সবচেয়ে বড় তারকা। ঢাকায় গেলে আপনি দেখতে পাবেন, ক্রিকেটাররাই বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন নিয়ে হাজির হচ্ছে বিশাল বিশাল বিলবোর্ডগুলোতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *