fbpx

ব্রেন স্ট্রোকের লক্ষণ ও প্রাথমিকভাবে করণীয়

মস্তিষ্কে রক্ত সরবরাহকারী রক্তনালীতে রক্ত জমাট বেঁধে বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে যে অবস্থার সৃষ্টি হয় তাকে ব্রেন স্ট্রোক বলে।

সাধারণত বয়স্কদের এ সমস্যা দেখা যায়বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে। মস্তিষ্কের রক্তনালীতে চর্বি জমে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয়। এতে মস্তিষ্ক প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি থেকে বঞ্চিত হয়। এছাড়া রক্তনালী ফেটে মস্তিষ্কে রক্ত-গ্রহণ হতে পারে। নিম্নলিখিত কারণে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় 

  • শরীরের অতিরিক্ত ওজন
  • অলসতা
  • অস্বাস্থ্যকর খাবার খাওয়া  
  • তামাক সেবন
  • বংশগতি
  • উচ্চ রক্তচাপ
  • ডায়াবেটিকস
  • রক্তে অতিরিক্ত চর্বি
  • চল্লিশোর্ধ্ব বয়স ও
  • মদ্যপান

 

ব্রেন স্ট্রোকের লক্ষণ

  • কথা বলতে না পারা বা কথা অস্পষ্ট হয়ে যাওয়া
  • প্রচণ্ড মাথাব্যথা
  • মুখ বাঁকা হয়ে যাওয়া
  • রোগীর একটি চোখ বন্ধ হয়ে যেতে পারে

 

ব্রেন স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা

  • রোগীকে কথা বলতে উৎসাহিত করতে হবে
  • রোগীর হাত ওপরে ওঠাতে বলতে হবে
  • ব্যক্তি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে মুখ বাঁকা হবে এবং শুধু একটি হাত ওপরে ওঠাতে পারবে
  • রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে
  • হাসপাতালে নেয়ার আগ  পর্যন্ত রোগীর শ্বাস প্রশ্বাস ও পালস দেখতে হবে

 

প্রয়োজনীয় সতর্কতা

  • আক্রান্ত ব্যক্তিকে কোন প্রকার খাবার বা পানীয় দেয়া যাবে না তাতে চোকিং অবস্থার সৃষ্টি হতে পারে।
  • ব্যক্তি অজ্ঞান হয়ে গেলে তার শ্বাসনালী খুলে দেয়ার ব্যবস্থা করতে হবে।

স্ট্রোকের ঝুকি কমানোর উপায় ঃ

স্বাস্থ্যসম্মত জীবনব্যবস্থা বজায় রাখলে অনেক খানি ঝুকি কমানো যায় :

  • ব্লাড প্রেসার জানা এবং কন্ট্রোল করা
  • ধুমপান না করা
  • কোলেসটেরল এবং চর্বি জাতীয় খাবার না খাওয়া
  • নিয়ম মাফিক খাবার খাওয়া
  • সতর্ক ভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা
  • নিয়ম করে হাটা বা হালকা দৌড়ানো
  • দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করা
  • মাদক না নেয়া , মদ্য পান না করা

currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *