fbpx

ব্যাংক পরীক্ষায় ডিভাইসসহ আটক ৫

অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতির জন্য পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শনিবার বিকালে নিয়োগ এই পরীক্ষা চলাকালে ঢাকার তিতুমীর কলেজ ও তেজগাঁও কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

পরে ওই পাঁচজনকে পুলিশে দেওয়া হয়েছে বলে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. মোশাররফ হোসেন খান জানিয়েছেন।

ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা এর আগেও ঘটেছে। গত ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাতে এ ধরনের ডিভাইসসহ ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাসহ দুজনকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই জালিয়াত চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সিআইডি।তাদের থেকে ‘ডিজিটাল’ জালিয়াতির সুবিধা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১২ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ।

অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে মোট ছয় হাজার ১২৮ জন প্রার্থী অংশ নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ এই নিয়োগ পরীক্ষার আয়োজনে ছিল বলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *