fbpx

ব্যাংক খাত এখনও পুরোপুরি সঙ্কামুক্ত নয়: অর্থমন্ত্রী

ব্যাংক ও আর্থিক খাত এখনও পুরোপুরি ত্রুটিমুক্ত নয় মন্তব্য করে এই খাতে স্বচ্ছতা আনতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইসরাফিল আলমের আনা ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম ও ত্রুটিমুক্তভাবে পরিচালিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক’ বিষয়ক সিদ্ধান্ত-প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন: বেশ কিছু আইন ও নীতিমালার ভিত্তিতে ব্যাংক ও আর্থিক খাতের কার্যক্রম পর্যালোচনা করা হয়। তবে দেশের জন্মলগ্ন থেকে ব্যাংকগুলোতে ত্রুটি, অনিয়মের শুরু হয়। সেই ধারাবাহিকতায় দেশের ব্যাংকিং ব্যবস্থা এখনও পুরোপুরি ত্রুটিমুক্ত নয়।

অর্থমন্ত্রীর দেওয়া বিবৃতির পর প্রস্তাবটি ফিরিয়ে নিলেও প্রস্তাবকারী সংসদ সদস্য এ খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

অর্থমন্ত্রী জানান: এই খাতকে ত্রুটিমুক্ত করতে সরকারের চেষ্টার কমতি নেই। এগুলো কার্যকর করতে একটু সময় লাগে। ব্যাংক ও আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সরকার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *