পুলিশ কর্মকর্তা আহত
বৈশাখী মেলায় জুয়া খেলায় বাধা দেওয়ায় পুলিশের উপর হামলা॥পুলিশ কর্মকর্তা আহত
কচুয়ায় বৈশাখী মেলায় জুয়া খেলায় বাধা দেওয়ায় পুলিশের উপর হামলা
মোঃ মহসিন হোসাইন,কচুয়া,চাঁদপুরঃ কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের নাউপুরা এলাকায় বৈশাখী মেলায় জুয়া খেলায় বাধা প্রদান করায় কচুয়া থানা পুলিশের সাব ইন্সপেক্টর মাহবুবর রহমানের উপর হামলা করেছে জুয়ারীরা।
১৪ এপ্রিল শনিবার সকালে নাউপুরা বৈশাখী মেলায় জুয়া খেলতে বাধা দিলে কতিপয় জুয়ারী অতর্কিত ভাবে কচুয়া থানার এসআই মাহবুবুর রহমানের উপর হামলা চালায়। মাহবুবুর রহমানকে জুয়ারীরা কাচের গ্লাস দিয়ে মাথায় আঘাত করে দ্রুত ঘটনার স্থল পালিয়ে যায়।
এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সংবাদ পেয়ে কচুয়া উপজেলা চেয়ারম্যন মোঃ শাহজাহান শিশির, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) শেখ রাসেল, কচুয়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, কচুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন সজীব হাসপাতালে এসআই মাহবুবুর রহমানকে দেখতে যান।
অবস্থার অবনতি ঘটলে কতব্যরত চিকিৎসক তাঁকে রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ মমিনকে আটক করা হয়। এব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অধিকতর তদন্তের মাধ্যমে জুয়ারীদের সনাক্ত ও গ্রেফতারের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
https://currentbdnews24.com