fbpx

‘বিশেষ নির্দেশনা’ নিয়ে মাঠে আওয়ামী লীগ

দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিশেষ নির্দেশনা’ নিয়ে মাঠে নামছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

২৬ জানুয়ারি (শুক্রবার) থেকে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত ১৫টি টিম ৬৪ জেলায় সফর শুরু করবেন। তারা জনগণের কাছে সেই নির্দেশনা নিয়েই নামবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলকে চাঙা করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিএনপি জোটের নেতিবাচক দিক তুলে ধরবেন কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন সমস্যা শোনা এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা। দলীয় সূত্র জানিয়েছে, নতুন ও তরুণ প্রার্থীদের বিষয়ে খোঁজ-খবর নিতে বলেছেন দলীয় প্রধান। দলীয় কর্মীদের মধ্য দুরত্ব তৈরিকারীদেরও তথ্য দিতে বলেছেন তিনি।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচনে জয়ী হওয়ার জন্য সবচেষ্টাই করবে দল। এই সময়কালে দেশে ব্যপক উন্নয়ন হলেও সব মানুষের কাছে উন্নয়নের ম্যাসেজ পৌছায়নি। এই সফরে সেই বিষয়গুলো মাথায় রাখা হবে। জনগণের দ্বারে দ্বারে পৌছতে চাই আমরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *