fbpx

নেপালের ত্রিভুবনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায়

নিহত আবিদ সুলতান ও পৃথুলা বাসায় ওবায়দুল কাদের

বিমান দুর্ঘটনায় নিহত আবিদ সুলতান ও পৃথুলা বাসায় ওবায়দুল কাদের

নেপালের ত্রিভুবনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতান ও কো-পাইলট পৃথুলা রশিদের বাসায় গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিরপুরে পৃথুলার বাসায় যান তিনি। এ সময় ওবায়দুল কাদের তার পরিবারকে সান্ত্বনা দেন।

কাদের বলেন, আমাকে প্রধানমন্ত্রী পাঠিয়েছেন আপনাদের খোঁজখবর নেয়ার জন্য।

পৃথুলার মা রাশেদা বেগম পৃথুলাসহ অন্যদের লাশ দ্রুত দেশে নিয়ে আসার জন্য ওবায়দুল কাদেরের কাছে আবেদন জানান।

ওবায়দুল কাদের বলেন, আমরা সরকারের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করছি। আমাদের এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা রয়েছে। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসেন বলেও উল্লেখ করেন তিনি।

পৃথুলার সঙ্গে সৈয়দপুর ও কক্সবাজারে বিমানে দেখা হয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের স্মৃতিচারণ করেন।

এ সময় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও সাবেক সংসদ সদস্য মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহেদা তারেক দিপ্তী উপস্থিত ছিলেন।

এরপর বিকাল ৪টায় নিহত পাইলট আবিদ সুলতানের উত্তরার বাসায় যান ওবায়দুল কাদের। সেখানে আবিদের বাকরুদ্ধ স্ত্রী ও স্বজনদের সান্ত্বনা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *