বজ্রপাতে গ্যাস লাইনে আগুন, নিহত ৫
বজ্রপাতের পর গ্যাস লাইন থেকে একটি কলোনির ঘরে আগুন লেগে মা ও শিশু সন্তানসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বজ্রপাতের পর গ্যাস লাইন থেকে একটি কলোনির ঘরে আগুন লেগে মা ও শিশু সন্তানসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।শনিবার রাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাববাজার এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী।
নিহতরা হলেন— উপজেলার ফনাইরচক গ্রামের মসকন্দ আলীর স্ত্রী শেবু বেগম (২৫), দক্ষিণ নোয়াই গ্রামের বাবুল মিয়া (১৮), দক্ষিণ সুরমার মোগলাবাজার খালেরমুখ এলাকার ফজলু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৩০) এবং তার দুই ছেলে সেবুল (১৬) ও তাহমিন (৩)।
ওসি ফজলুল হক শিবলী জানান, লক্ষণাবন্দ এলাকায় রাত ২টার দিকে বজ্রপাতের সময় একটি কলোনির গ্যাস রাইজারে আগুন লেগে যায় এবং তা কলোনির ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, খবর পেয়ে সিলেট থেকে দমকল কর্মীরা গিয়ে চার ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে ঘরে থাকা পাঁচজন পুড়ে মারা যায়।এ ঘটনায় দগ্ধ মসকন্দ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।https://currentbdnews24.com