fbpx

ফাইনালের আগেই আর এক ফাইনাল খেলতে হবে শ্রীলঙ্কাকে…..

টানা তিন ম্যাচে বোনাস পয়েন্টসহ জেতা বাংলাদেশ বুধবার অনুশীলন করেনি। দলের প্রতিনিধি হয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে আসা মাহমুদ মনে করেন, প্রাপ্য বিশ্রাম পেয়েছেন ক্রিকেটাররা।

“দিন শেষে আমরা চ্যাম্পিয়ন হইনি এখনও। টুর্নামেন্টে ফাইনাল খেলা আছে, সেটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মনে করি, নির্ভার থাকার কোনো সুযোগই নেই। কাল খেললাম, আগামীকাল খেলব, আবার ২৭ তারিখ ফাইনাল। তাই আজ দলের বিশ্রাম দরকার ছিল।”

দুই দলের প্রথম দেখায় বাংলাদেশ পেয়েছিল ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয়। মাহমুদ জানান, সেই ম্যাচের মতো একই মানসিকতা নিয়ে মাঠে নামবেন ক্রিকেটাররা।

“টুর্নামেন্টে কোনো ম্যাচ হারতে চাই না, বড় কথা হল এটাই। কালকের ম্যাচ আমাদের কাছে ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর ফাইনাল তো অবশ্যই ফাইনাল।”

নতুন বলে উইকেট নেওয়ার অভ্যাস ফিরে পেয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে টপ অর্ডার খেলছে দায়িত্ব নিয়ে। মিডল অর্ডার নিয়ে যা একটু চিন্তা স্বাগতিকদের।

“জিম্বাবুয়ে ম্যাচে মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিজেদের প্রমাণ করার একটা সুযোগ ছিল। সেটা হয়নি। বড় দলগুলো সেটাই করে। টপ অর্ডার ব্যর্থ হলে পরের ব্যাটসম্যানদের দায়িত্ব থাকে। ওদের ওপর আমার আস্থা আছে, আজ পারেনি, কাল পারবে। বড় দল হতে গেলে এগুলো ঠিক করতে হবে। যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারলে আমরা বড় দল হতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *