fbpx

০১ মার্চ ২০১৮,  চাঁদপুর সফরে

প্রধানমন্ত্রী চাঁদপুর বাসিকে ৪৮ টি উপহার দিবেন

চাঁদপুররের হাইমচরে স্কাউটসের কমডেকা অনুষ্ঠানের উদ্বোধন এবং বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন।

৪৮টি উন্নয়ন প্রকল্পের উপহার নিয়ে রোববার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকালে তিনি চাঁদপুররের হাইমচরে স্কাউটসের কমডেকা অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, তিনি ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন ও ২৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

চাঁদপুর স্টেডিয়ামে জনসভাস্থল থেকে এসব উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করা হবে বলে জানা গেছে।

যে সকল উন্নয়ন প্রকল্পগুলি উদ্বোধন করবেন:

(১)চাঁদপুর জেলা পরিষদের কর্মকর্তা/কর্মচারীদের (৬ তলা ভবনের ৪ তলা পর্যন্ত) স্টাফ কোয়ার্টার, (২)চাঁদপুর পৌরসভায় পুরানবাজার ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার, (৩)চাঁদপুর পৌরসভার নতুনবাজার ভূ-প্রষ্ঠস্থ পানি শোধনাগার ও উচ্চ জলাধার, (৪) চাঁদপুর জেলার পুরানবাজার ইব্রাহীমপুর সাখুয়া এলাকায় মেঘনা নদীর ভাঙন থেকে চাঁদপুর সেচ প্রকল্প সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত), (৫) মেঘনা নদীর ভাঙন থেকে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সংরক্ষণ (হাইমচর) এবং বাঞ্ছারামপুর উপজেলার বাম তীর সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত), (৬) চাঁদপুর সরকারি কলেজের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাস, (৭)  চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন, (৮)  মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন, (৯)  মতলব উত্তর উপজেলার কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ তলা একাডেমিক ভবন, (১০)  কচুয়া উপজেলার কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন, (১১)  ফরিদগঞ্জ উপজেলার লাউতলী ডা. রশিদ আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ তলা একাডেমিক ভবন, (১২) ফরিদগঞ্জ উপজেলার শোল্লা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, (১৩) মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ,(১৪)  ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন,  (১৫) চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ষাট জন ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধার জন্য বাসস্থান, (১৬)  হাইমচর উপজেলাধীন চাঁদপুর পুরানবাজার (ডেলের বাজার)- হাইমচর-চরভৈরবী সড়ক উন্নয়ন, (১৭)  চাঁদপুর সদর উপজেলাধীন রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ, (১৮)  চাঁদপুর সদর উপজেলাধীন হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ,(১৯) চাঁদপুর সদর উপজেলাধীন আমীনুল হক পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ,(২০) কদমতলা পৌর সুপার মার্কেট, (২১)  স্বৈরাচার বিরোধী ৯০-এর গণ আন্দোলনে শহীদ ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান রাজু স্মরণে ‘রাজু চত্ত্বর (২২)  ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি,(২৩)  চাঁদপুর ও ‘মতলব ধনাগোদা নদীর ওপর সেতু (মতলব সেতু)’।

ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে রয়েছে:

মতলব দক্ষিণ উপজেলায় গালিম খাঁ চাঁদপুর-কুমিল্লা সংযোগ স্থানে সীমানা গেইট নির্মাণ; কচুয়া উপজেলায় জগৎপুর অংশে চাঁদপুর-কুমিল্লা সংযোগ স্থানে সীমানা গেইট নির্মাণ; ফরিদগঞ্জ উপজেলায় চরমান্দারী চাঁদপুর-লক্ষ্মীপুর সংযোগ স্থানে সীমানা গেইট নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; মতলব উত্তর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; কচুয়া উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; হাইমচর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; হাজীগঞ্জ উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ; কচুয়া পৌরসভায় ভূ-গর্ভস্থ পানি শোধনাগার নির্মাণ; মেঘনা নদীর ভাঙন থেকে চাঁদপুর জেলার হরিণা ফেরিঘাট এবং চরভৈরবী এলাকার কাটাখাল বাজার রক্ষা প্রকল্প এর ফলক উন্মোচন।

এছাড়া ফরিদগঞ্জ উপজেলার বাশারা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ; ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহ জালাল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলাধীন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলাধীন মতলব পৌর ভূমি অফিস নির্মাণ; মতলব দক্ষিণ উপজেলাধীন নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; চাঁদপুর সদর উপজেলাধীন বালিয়া ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; শাহরাস্তী উপজেলাধীন রাগৈ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; কচুয়া উপজেলাধীন কচুয়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; কচুয়া উপজেলাধীন কাদলা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; হাইমচর উপজেলাধীন ঈশানবালা জিসি-শরীয়তপুর-চাঁদপুর আরঅ্যান্ডএইচ সড়ক উন্নয়ন; মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিতকরণ; চাঁদপুর পরিবার পরিকল্পণা অফিস নির্মাণ ও চাঁদপুর পৌর অফিস ভবন নির্মাণ এর ভিত্তিপ্রস্থর স্থাপন।

এদিকে প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন উপলক্ষে আওয়ামী লীগ নেতা-কর্র্মী ও সাধারণ জনগণের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পুরো শহর ছেয়ে গেছে ব্যানার আর ফ্যাস্টুনে।

প্রধানমন্ত্রী চাঁদপুর আগমন উপলক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী এসএসএফ চাঁদপুর শহর প্রতিনিয়ত টহল দিচ্ছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১০ সালের ২৫ এপ্রিল চাঁদপুর সফর করেন। ওই সময় তিনি চাঁদপুর ১শ’ ৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রেরের ভিত্তিফলক উন্মোচন শেষে চাঁদপুর আউটার স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেন।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *