fbpx

ইজতেমার মোনাজাতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুরাগ তীরের লাখো মুসল্লির সঙ্গে একাত্ম হয়ে গণভবন থেকেই আখেরি মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার পরিবারের সদস্যরা ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডাক্তার দীপু মনি, মুখ্য সচিবসহ প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম জমায়েত থেকে বাংলাদেশসহ বিশ্ব শান্তি ও মানবতার জন্য দোয়া করা হয়। ৫৩ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে বাংলায় আখেরি মোনাজাত করা হয়েছে। প্রথমে আরবিতে মোনাজাত শুরু হলেও একপর্যায়ে এখানে অংশগ্রহণকারী লাখো মুসল্লির প্রাণের ভাষা বাংলায় ‘হে আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ইজতেমার ময়দান।

রোববার সকাল সাড়ে দশটার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার ময়দান থেকে মোনাজাত সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আইতে। ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *