fbpx

রাজশাহীতে

পুলিশের উন্নয়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ ক্ষমতায় এসে পুলিশ বাহিনীর উন্নয়নে কাজ করছে। পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ৩৫তম বিসিএসের এই নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে পুলিশের ট্রাফিক বিভাগে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (১৬ মে) বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় পৌঁছান প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে বিকেলেই রাজশাহী থেকে ঢাকায় ফিরবেন তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ছাড়াও মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।

এর আগে চলতি বছরের গত ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি রাজশাহীতে ৩৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চলতি মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো রাজশাহী সফর করছেন শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *