fbpx

ভেজাল:

দেখতে দুধের মতো হলেও দুধ না

দেলোয়ার হোসেন মৃধা, লক্ষিপুর প্রতিনিধি: দেখতে দুধের মতো হলেও দুধ না। দুধের সঙ্গে কাপড় কাচা ডিটারজেন্ট পাউডার, সোডা, সয়াবিন তেল, লবণ, চিনি, স্যালাইন, নিম্ন মানের গুঁড়া দুধ, মারাত্মক সব রাসায়নিক (কেমিক্যাল) আর পানি মিশিয়ে তৈরি করা হয় সাদা পদার্থ।
পরে তা বাজারে বেচা হয় দুধ নামে। এ থেকে তৈরি করা হয় ঘি, ছানা, দই, মিষ্টান্নসহ বিভিন্ন খাবার। সারা দেশের স্বনামধন্য সরকারি-বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াজাত কারখানাগুলোর সাথে পাল্লা দিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে মিতালি বাজারে মিল্কভিটার বিরুদ্ধে অভিযোগ উঠে এই পদার্থ বা ভেজাল দুধ কিনে ব্যবহার করে; বাজারজাত করে সারা দেশে।
ভয়ংকর এই কর্মকাণ্ড হচ্ছে লক্ষ্মীপুরের দুগ্ধভাণ্ডারখ্যাত,দূর্ঘম চর রমনিমহন, চরভৈরবী,চরকাছিয়া কানিবগার চর, মিয়ার বাজার, টুনুর চর, চর ইন্দরিয়া এবং চরলক্ষ্মী কালু বেপারির বাজার এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *