fbpx

যাবজ্জীবন কারাদণ্ড :

দীপ্ত পাল হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুরে কলেজ ছাত্র দীপ্ত পাল হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

এসময় প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার (১৮ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজমুল হুদা তালুকদার এ রায় দেন। রায়ের সময়ে সাজাপ্রাপ্তদের ৫ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এরা হলেন কামরুল, জাহাঙ্গীর, সাইফুল ইসলাম সুমন, অহিদুর রহমান ও কামাল হোসেন। বাকিরা পলাতক রয়েছেন।

লক্ষ্মীপুর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসেকিউটর (এ পি পি) আবুল কালাম জানান, ২০১১ সালের জুলাই মাসের ২ তারিখ রাতে সদর উপজেলার মধ্য হামছাদী গ্রামে ডাকাতিকালে দীপ্ত পালকে গুলি করে হত্যা করে ডাকাতদল। দীপ্ত লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনার পর দিন নিহতের বাবা কার্তিক পাল বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ২০১৩ সালের মার্চের ৩ তারিখে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

অভিযুক্তদের মধ্যে সুজন নামের একজন মারা যান। আদালত ২২ জনের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

 

currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *