fbpx

ডোনাল্ড ট্রাম্পের সহজ স্বীকারোক্তি ’আমি বর্ণবাদী নই’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে বর্ণবাদী নন বলে দাবি করেছেন। আফ্রিকার দেশগুলোর মানুষকে ‘নোংরা’ বলার পর যে সমালোচনা ঝড় উঠেছে সেটি জবাবে এমন দাবি করেছেন ট্রাম্প। খবর বিবিসির।প্রেসিডেন্ট ট্রাম্প এখন গণমাধ্যমের কাছে দাবি করছেন তিনি বর্ণবাদী নন। তিনি বলেন, আমি বর্ণবাদী নই। আপনাদের সাক্ষাৎকার নেয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে কম বর্ণবিদ্বেষী আমি।

এই প্রথমবারের মতো বর্ণবাদের কোনো অভিযোগের ব্যাপারে সরাসরি নিজের প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প। রোববার রাতে ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে হোয়াইট হাউজের সাংবাদিকদের কাছে এই দাবি করেন তিনি।এর আগে ট্রাম্প বলেছিলেন, কেন আমরা এই নোংরা দেশের মানুষগুলোকে যুক্তরাষ্ট্রে আসতে দিচ্ছি?অভিবাসী প্রক্রিয়ায় সংস্কার নিয়ে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ওভাল অফিসের ওই বৈঠকে রিপাবলিকান ও ডেমোক্রেট দলের কয়েকজন সিনেটর উপস্থিত ছিলেন।এরপরই ডেমোক্রেট সিনেটর ডিক ডারবিন অভিযোগ করেন, ওই বৈঠকে প্রেসিডেন্ট ‘ঘৃণা-ভরা, নোংরা ও বর্ণবাদী’ ভাষা ব্যবহার করেছেন।যদিও কয়েকজন সিনিয়র রিপাবলিকান আইনপ্রণেতা বলছেন প্রেসিডেন্ট এ ধরনের মন্তব্য করেননি। ওই বৈঠকে থাকা হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রার্স্টজেন নিয়েলসেন বলেছেন, তিনি ট্রাম্পের মুখে এ ধরনের কোনো ভাষা ব্যবহারের কথা মনে করতে পারছেন না।তবে ট্রাম্পের ওই বর্ণবাদী মন্তব্যের পর ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। তারা এজন্য ট্রাম্পকে ক্ষমা চাইতেও বলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *