fbpx

ডি’ভিলিয়ার্সের ব্যাটে পথ খুঁজে পেল সাউথ আফ্রিকা

ডি’ভিলিয়ার্সের ব্যাটে পথ খুঁজে পেল সাউথ আফ্রিকা

শেষ শতক হাঁকিয়েছিলেন ২০১৫ সালে। তিন বছর পর এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত শতকে টেস্টে পথ খুঁজে পেল সাউথ আফ্রিকা। তার ব্যাটিং দাপটে পোর্ট এলিজাবেথ টেস্টে এখন বিধাজনক অবস্থানে প্রোটিয়ারা।

আগের দিনে ৭৪ রানের ইনিংসটিকে তৃতীয় দিনে ভিলিয়ার্স টেনে নিয়ে গেছেন ১২৬ রান পর্যন্ত। তাতে চারের মার ২০টি ও ছক্কা ১টি। ১৪৬ বলের ইনিংসটিতে ছিলেন তার মত মারকুটে। তার ব্যাটে চড়েই ১৩৯ রানের বড় লিড পায় স্বাগতিকরা। প্রোটিয়াদের লেজের দুই ব্যাটসম্যান ভারনন ফিল্যান্ডার(৩৬) ও কেশব মহারাজকে(৩০) নিয়ে দলকে দেন ৩৮২ রানের সংগ্রহ।

দ্বিতীয় ইনিংসে লিড পেয়েছে অজিরাও। তবে শিবিরে নেই স্বস্তি। ৪১ রানের লিড পেলেও কাগিসো রাবাদার তোপে হারিয়েছে ৫ উইকেট। হঠাত ফর্মে ফেরা উসমান খাজা ৭৫ রান না করলে সেটাও পায় না অজিরা। তৃতীয় দিন শেষে অজিদের সংগ্রহ ১৮০ রান।

অজিদের হারানো পাঁচ উইকেটের তিনজনই শিকার কাগিসো রাবাদার। বাকি ২ উইকেট ভাগাভাগি করেছেন মহারাজা ও লুনঙ্গি এনগিডি। ৫ রানে অপরাজিত টিম পেইনকে নিয়ে চতুর্থ দিন শুরু করবেন মিচেল মার্শ। অজি অলরাউন্ডার করেছেন ৩৯ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *